Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুন ২০২৪

পায়রা এলএনজি-টু-পাওয়ার প্রকল্প (১ম ফেইজ)

 

প্রকল্পের সার্বিক অগ্রগতিঃ

 

  • বিদ্যুৎ কেন্দ্র নির্মানের Feasibility Study এবং ESIA study সম্পন্ন হয়েছে।
  • বিদ্যুৎ কেন্দ্র নির্মানের জন্য প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত ১০০ একর ভূমির উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।
  • Siemens PTI-কর্তৃক প্রকল্পের Power Evacuation Related Grid Stability Study সম্পন্ন হয়েছে এবং নির্মানাধীন পায়রা-গোপালগঞ্জ-আমিনবাজার ৪০০ কেঃভিঃ ডাবল সার্কিট সঞ্চালন লাইন দ্বারা অত্র বিদ্যুৎ কেন্দ্রের Power Evacuation করা হবে।
  • পেট্রোবাংলা কর্তৃক Exceleterate Energy, USA-এর মাধ্যমে বাস্তবায়নাধীন পায়রা ভাসমান এলএনজি টার্মিনাল (FSRU) হতে প্রকল্পের প্রয়োজনীয় রিগ্যাসিফাইড এলএনজি/গ্যাস সরবরাহের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে, পেট্রোবাংলা এবং Excelerate Energy-এর মধ্যে টার্মিনাল স্থাপন সংক্রান্ত Term Sheet চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

 

উৎপাদন ক্ষমতা (মেঃওঃ): ১২০০

বাণিজ্যিক উৎপাদনের তারিখ:  ডিসেম্বর ২০২৭

জ্বালানী: এলএনজি

 

প্রকল্পের সর্বশেষ হালনাগাদঃ মে, ২০২৪ পর্যন্ত।