Wellcome to National Portal
  • 2024-08-12-04-57-c1d41b6a1b9b89b4bd7dbeed7329d5a7
  • 2024-08-08-10-13-f9c2c240f1355cc6e2c577b231e7189c
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ মার্চ ২০২৫

জনাব ফারজানা মমতাজ

 

2025-03-20-06-46-aee84f3b6b6d594a8d6de7fd99f5b9c2

জনাব ফারজানা মমতাজ

সচিব

বিদ্যুৎ বিভাগ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

 

 

জনাব ফারজানা মমতাজ বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বিগত ০৬ অক্টোবর ২০২৪ তারিখ সচিব, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পদে যোগদান করেন। এই পদে যোগদানের পূর্বে তিনি কৃষি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেছেন।

 

১৯৯৫ সালে বিভাগীয় কমিশনার এর কার্যালয়, ঢাকা-তে সহকারী কমিশনার হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর বর্ণিল কর্মজীবনের শুরু। তৎপরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকায় তিনি সহকারী কমিশনার হিসেবে জুন ১৯৯৯ পর্যন্ত কর্মরত ছিলেন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে প্রোগ্রামার পদে কর্মসম্পাদন শেষে তিনি মাঠ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ পদ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালিয়াকৈর, গাজীপু্র এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ভালুকা, ময়মনসিংহ-তে দায়িত্ব পালন করেন। জনাব ফারজানা মমতাজ সিনিয়র সহকারী সচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মরত ছিলেন। মহিলা বিষয়ক অধিদপ্তর-এ কর্মকালীন তিনি উপসচিব হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। পরবর্তীতে তিনি উপপরিচালক (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) হিসেবে মহিলা সহায়তা কর্মসূচি, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপপ্রধান হিসেবে মানবসম্পদ ব্যবস্থাপনা ইউনিট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এ দায়িত্ব পালন করেন। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়ে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। বিদ্যুৎ বিভাগের অধীনস্থ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)-তে সদস্য (যুগ্মসচিব) হিসেবে দক্ষতার সাথে কাজ করাকালীন তিনি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন এবং একই পদে এপ্রিল ২০২২ হতে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

 

দুই পুত্র ও এক কন্যা সন্তানের জননী জনাব ফারজানা মমতাজ-এঁর পৈতৃক নিবাস চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা গ্রামে। তিনি ছাত্রজীবনে মেধা ও সাফল্যের সাথে অগ্রণী বালিকা বিদ্যালয় ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের গণ্ডি অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিদ্যা এবং ইলেকট্রনিক্স-এ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। চাকুরিতে যোগদানের পর তিনি অস্ট্রেলিয়া সরকারের স্কলারশিপে ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়া থেকে তথ্য প্রযুক্তি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। অতঃপর স্বীয় কর্মদক্ষতা বৃদ্ধিকল্পে তিনি দেশের অভ্যন্তরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় হতে The Executive Master of Public Health (EMPH) ডিগ্রী অর্জন করেন। সিভিল সার্ভিসে যোগদানের পর তিনি দেশে এবং বিদেশে দক্ষতা উন্নয়নমূলক একাধিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন-যা কর্মক্ষেত্রে প্রয়োগ করে প্রতিনিয়ত সাফল্যের স্বাক্ষর রাখছেন।