Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ মার্চ ২০২৪

সহজিকৃত সেবার তালিকা

 

ক্রমিক নং

ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা্/আইডিয়ার নাম

সেবা্/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ

সেবা্/আইডিয়াটি কার্যকর আছে কি-না/ না থাকলে কারণ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কি-না

সেবার লিংক

০১

ছুটি নগদায়ন দ্রুতকরণ

কর্মকর্তা/ কর্মচারিদের ছুটি নগদায়নের আবেদন অনুমোদন প্রক্রিয়ার কিছু ধাপ কমিয়ে উক্ত প্রক্রিয়া সহজতর ও দ্রুততর করা হয়েছে। এতে প্রতি প্রক্রিয়ায় কাজের ধাপ ৭টি, সময় ০৩ দিন এবং ৭৩৩ টাকা সাশ্রয় হয়েছে।

বর্তমানে কার্যকর রয়েছে।

প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে।

সেবাটি ডিজিটাল নয় বিধায় ওয়েব লিংক দেয়া সম্ভব নয়।

০২

মেডিকেল বিল প্রতিপূরণ ব্যবস্থা দ্রুতকরণ

বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের মেডিকেল বিল প্রতিপূরণের আবেদন অনুমোদন প্রক্রিয়ার কিছু ধাপ কমিয়ে উক্ত প্রক্রিয়া সহজতর ও দ্রুততর করা হয়েছে। এতে প্রতি প্রক্রিয়ায় কাজের ধাপ ৮টি, সময় ০৮ দিন এবং ৫০৩ টাকা সাশ্রয় হয়েছে।

কার্যকর আছে এবং প্রতিনিয়ত বাস্তবায়ন করা হচ্ছে।

প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে।

সেবাটি ডিজিটাল নয় বিধায় ওয়েব লিংক দেয়া সম্ভব নয়।

০৩ এনওসি প্রদান সেবা দ্রুতকরণ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা/ কর্মচারিদের এনওসি আবেদন অনুমোদন প্রক্রিয়ার কিছু ধাপ কমিয়ে উক্ত প্রক্রিয়া সহজতর ও দ্রুততর করা হয়েছে। এতে প্রতি প্রক্রিয়ায় কাজের ধাপ ৬টি, সময় ৮০ মিনিট এবং ৫১৭ টাকা সাশ্রয় হয়েছে। কার্যকর আছে এবং প্রতিনিয়ত বাস্তবায়ন করা হচ্ছে। প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে। সেবাটি ডিজিটাল নয় বিধায় ওয়েব লিংক দেয়া সম্ভব নয়।