Wellcome to National Portal
  • 2024-08-12-04-57-c1d41b6a1b9b89b4bd7dbeed7329d5a7
  • 2024-08-08-10-13-f9c2c240f1355cc6e2c577b231e7189c
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ মার্চ ২০২৫

এনডব্লিউপিজিসিএল-এ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে হাসিবুল হাসান এর যোগদান


প্রকাশন তারিখ : 2025-03-24

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ (এনডব্লিউপিজিসিএল) এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসিবুল হাসান ২০ মার্চ ২০২৫ তারিখে অত্র কোম্পানিতে যোগদান করেন। এ উপলক্ষে কোম্পানির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। উল্লেখ্য, ইতোপূর্বে জনাব মোঃ খলিলুর রহমান, সদস্য (প্রশাসন), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এনডব্লিউপিজিসিএল এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি একই দিন পূর্বাহ্নে জনাব হাসিবুল হাসানের নিকট ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব হস্তান্তর করেন। 

2025-03-24-06-58-bb5d0d41c547cb90b1ddad3ffb7828c22025-03-24-06-59-ee26ec7a08c82d464f88ceae78ddbbdb