নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ এর আওতাধীন সিরাজগঞ্জ ২২৫ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র (ইউনিট-০১)-এর ক্ষতিগ্রস্ত স্টিম টার্বাইন রোটরের জন্য দাখিলকৃত বীমা দাবির বিপরীতে সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃক প্রদেয় ১.৬৫ মিলিয়ন মার্কিন ডলার আদায়ের কারণে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয় এবং নিম্নোক্ত কর্মকর্তাবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপনপত্র প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়:
১) জনাব মোঃ মাসুদুল ইসলাম, নির্বাহী পরিচালক (অর্থ), কর্পোরেট অফিস, এনডব্লিউপিজিসিএল
২) প্রকৌ. মোঃ আব্দুস সামাদ, নির্বাহী পরিচালক (প্রকৌশল), কর্পোরেট অফিস, এনডব্লিউপিজিসিএল
৩) জনাব এস. এম. হাবিবুর রহমান সিদ্দিক, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ), কর্পোরেট অফিস, এনডব্লিউপিজিসিএল
৪) প্রকৌ. শফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী, সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, এনডব্লিউপিজিসিএল
৫) জনাব মাহমুদুন নবী, উপ-মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ), কর্পোরেট অফিস, এনডব্লিউপিজিসিএল
৬) প্রকৌ. ব্রজেন্দ্র কুমার সরকার, প্লান্ট ম্যানেজার (তত্ত্বাবধায়ক প্রকৌশলী), সিরাজগঞ্জ ২২৫ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র (১ম ইউনিট), এনডব্লিউপিজিসিএল
৭) প্রকৌ. রুহুল আমিন, উপবিভাগীয় প্রকৌশলী, সিরাজগঞ্জ ২২৫ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র (১ম ইউনিট), এনডব্লিউপিজিসিএল
এ প্রেক্ষিতে, ২৯ মার্চ ২০২৩ তারিখে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌ. এ. এম খোরশেদুল আলম মহোদয় উল্লিখিত কর্মকর্তাগণের হাতে ধন্যবাদ জ্ঞাপনপত্র তুলে দেন।