গত ১৫ ফেব্রুয়ারী, ২০২০ তারিখে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ (এনডব্লিউপিজিসিএল) ও সিএমসি, চায়না এর যৌথ উদ্যোগে গঠিত বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিঃ (বিসিপিসিএল) এর আওতাধীন পুনর্বাসন পল্লী স্বপ্নের ঠিকানায় অবস্থিত বাংলাদেশ-চায়না টেকনিক্যাল ইন্সটিটিউট (বিসিটিআই)-এর ২০২০ সালের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এনডব্লিউপিজিসিএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিসিপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ. এম. খোরশেদুল আলম মহোদয়।
বিসিটিআই-এ বিনা বেতনে শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রাথমিকভাবে চালুকৃত (০৩)টি ট্রেডে (কম্পিউটার, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল) এসএসসি ভোকেশনাল শাখায় ৪৫ জন শিক্ষার্থী ভর্তি করানো হয়েছে। এর মধ্যে ৯ (নয়) জন ছাত্রী রয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে বিনামূল্যে বইয়ের সাথে ইউনিফর্ম ও নিয়মিত টিফিন প্রদান করা হবে। কারিগরি শিক্ষা অর্জনের পাশাপাশি এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা চারটি বিদেশী ভাষা শিখতে পারবে। এছাড়া, শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হবে। কর্তৃপক্ষ আশা করছে, উন্নত বাংলাদেশ গড়তে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষায় বড় ধরনের ভূমিকা রাখবে।