৫ মে ২০২৩ তারিখে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোং লিঃ-এর ইনোভেশন শোকেসিং, ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়। উক্ত শোকেসিং-এ অংশগ্রহণের জন্য ইনোভেশন টীম কর্তৃক ০৭ (সাত) টি উদ্ভাবনী উদ্যোগ নির্বাচিত হয়। এ প্রেক্ষিতে কোম্পানির বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রসমূহ হতে নির্বাচিত কর্মকর্তাবৃন্দ নিম্নোক্ত উদ্ভাবনী উদ্যোগসমূহ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মহোদয়, ইনোভেশন টীম ও ঊধ্বতন কর্মকর্তাদের সামনে উপস্থাপন করেন:
১) Facilitating an Online Cooler Cleaning System। [সিরাজগঞ্জ ২২৫ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র (ইউনিট-০৩) হতে উদ্যোগটি উপস্থাপিত হয়]
২) বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যমান Air Inlet System আংশিক Modification করে ইঞ্জিন হলে পর্যাপ্ত বাতাস সরবরাহের মাধ্যমে ইঞ্জিন ঠান্ডা রাখা। (মধুমতি ১০০ মেঃওঃ এইচএফও বিদ্যুৎ কেন্দ্র হতে উদ্যোগটি উপস্থাপিত হয়)
৩) বিদ্যুৎ কেন্দ্রের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সীমানা দেয়ালের উপর বার্বেড ফেন্সিং এর পাশাপাশি লেজার সিকিউরিটি সিস্টেম প্রবর্তন। (মধুমতি ১০০ মেঃওঃ এইচএফও বিদ্যুৎ কেন্দ্র হতে উদ্যোগটি উপস্থাপিত হয়)
৪) Reverse Osmosis (RO) এর Logic Modification এর মাধ্যমে RO System এর Smooth Operation এর ব্যবস্থাকরণ। (খুলনা ২২৫ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র হতে উদ্যোগটি উপস্থাপিত হয়)
৫) Backwash cleaning দ্বারা বিদ্যুৎ কেন্দ্রের বিবিধ plate type heat exchanger সমূহের (e.g., ST Lube Oil Cooler, CCW Heat exchanger) non-demineralized water circuit এর online cleaning সম্পন্নকরণ। (খুলনা ২২৫ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র হতে উদ্যোগটি উপস্থাপিত হয়)
৬) Enhancing the reliability and cost-effectiveness by facilitating provision of using service air in addition with dedicated air compressor to operate pneumatic louvre of EDG enclosure. (ভেড়ামারা ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র হতে উদ্যোগটি উপস্থাপিত হয়)
৭) Installation of New Sulphuric Acid Dosing System in Place of existing Complex and corroded System. (ভেড়ামারা ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র হতে উদ্যোগটি উপস্থাপিত হয়)