পায়রা ১৩২০ মেঃওঃ তাপ বিদ্যুৎ কেন্দ্র (১ম পর্যায়) এর অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য বিজ্বাখস মন্ত্রণালয়স্থ বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মহোদয় গত ২৮ হতে ২৯ অক্টোবর, ২০১৯ বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন করেন । এ সময়ে প্রায় ২০,৭২০ মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া হতে দ্বিতীয় জাহাজ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে এসে পৌঁছায়। জাহাজটি জেটিতে নোঙর করার সময় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মহোদয় এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানমহোদয় ছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ এবং সিএমসি, চায়না এর যৌথ উদ্যোগে গঠিত বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড এর তত্ত্বাবধানে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হচ্ছে। এর কাজ প্রায় শেষ পর্যায়ে।