পায়রা ১৩২০ মেঃওঃ তাপবিদ্যুৎ কেন্দ্র (১ম পর্যায়) এর জন্য প্রায় ২০,০০০ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া হতে প্রথম জাহাজ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ এবং সিএমসি, চায়না এর যৌথ উদ্যোগে গঠিত বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড এর তত্ত্বাবধানে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হচ্ছে। এর কাজ প্রায় শেষ পর্যায়ে। উল্লেখ্য, বিদ্যুৎ কেন্দ্রটির ১ম ইউনিট ডিসেম্বর, ২০১৯ এবং ২য় ইউনিট জুন, ২০২০ এ উৎপাদনে আসবে।