Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ সেপ্টেম্বর ২০১৯

‘রেগুলার ইলেক্ট্রেশিয়ান কোর্স ও ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান কোর্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন


প্রকাশন তারিখ : 2019-09-11

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়স্থ বিদ্যুৎ বিভাগ বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে ‘রেগুলার ইলেক্ট্রেশিয়ান কোর্স ও ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান কোর্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির কার্যক্রম গ্রহণ করেছে। এ ধারাবাহিকতায় নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ অত্র কোম্পানির আওতাধীন বিদ্যুৎ কেন্দ্রসমূহের মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকার জনগোষ্ঠিকে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য ‘কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)’ কার্যক্রমের আওতায় ‘রেগুলার ইলেক্ট্রশিয়ান কোর্সে’ আগামী ০৫ বছরে মোট ৫০০ জন প্রশিক্ষণার্থীকে সর্বমোট ১,৮০,০০০ জনঘন্টা প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে অত্র কোম্পানির আওতাধীন ভেড়ামারা ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ট্রেনিং ভেন্যুতে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত ২৫ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে ১ম ব্যাচে ০৫ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখ হতে ৩৬০ ঘন্টাব্যাপী ‘রেগুলার ইলেক্ট্রেশিয়ান কোর্স’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম, মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. আহমদ কায়কাউস, সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগ।