Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ মে ২০২৪

ইনোভেশন প্রতিযোগিতা, ২০২৩-২৪ এর পুরস্কার বিতরণ


প্রকাশন তারিখ : 2024-05-29
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ কাজী আবসার উদ্দীন মহোদয় ২৮ মে ২০২৪ তারিখে কোম্পানির বোর্ড রুম, কর্পোরেট অফিস, ঢাকায় ইনোভেশন প্রতিযোগিতা ২০২৩-২৪ এর পুরস্কার বিতরণ করেন। পুরস্কার প্রাপ্ত আইডিয়া ও টীমমেম্বারদের তালিকা নিম্নরূপ-
১। প্রথম পুরস্কার: Facilitating an Online Cooler Cleaning System
টীম মেম্বার: সিরাজগঞ্জ ২২৫ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র (ইউনিট-০৩) এর প্রকৌশলীবৃন্দ- মোঃ মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী; জনাব আবদুল্লাহ মুবিন চৌধুরী, উপ-বিভাগীয় প্রকৌশলী; মোঃ মনিরুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী; মোঃ মাকসুদুর রহমান, সহকারী প্রকৌশলী।
২) দ্বিতীয় পুরস্কার: Reverse Osmosis (RO) এর Logic Modification এর মাধ্যমে RO System এর Smooth Operation এর ব্যবস্থাকরণ।
টীম মেম্বার: খুলনা ২২৫ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র এর প্রকৌশলীবৃন্দ- মোঃ শামসুদ্দিন মন্ডল, নির্বাহী প্রকৌশলী; কৌশিক মালাকার, সহকারী প্রকৌশলী; মোঃ আশরাফুল আলম, উপ-সহকারী প্রকৌশলী।
৩) তৃতীয় পুরস্কার:  Installation of New Sulphuric Acid Dosing System in Place of existing Complex and corroded System.
টীম মেম্বার: পীযুষ ভট্টাচার্য্য, নির্বাহী প্রকৌশলী, কর্পোরেট অফিস এবং ভেড়ামারা ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র এর প্রকৌশলীবৃন্দ- নিলয় দাশ, সহকারী প্রকৌশলী; মোঃ বদরুদ্দোজা, উপ-সহকারী প্রকৌশলী।
 
এছাড়া নিম্নোক্ত উদ্ভাবনী কার্যক্রমসমূহকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়:
১) Enhancing the reliability and cost-effectiveness by facilitating provision of using service air in addition with dedicated air compressor to operate pneumatic louvre of EDG enclosure.
টীম মেম্বার: পীযুষ ভট্টাচার্য্য, নির্বাহী প্রকৌশলী, কর্পোরেট অফিস এবং ভেড়ামারা ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র এর প্রকৌশলীবৃন্দ- মোঃ রাকিবুল ইসলাম, সহকারী প্রকৌশলী; মোঃ বদরুদ্দোজা, উপ-সহকারী প্রকৌশলী।
২) বিদ্যুৎ কেন্দ্রের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সীমানা দেয়ালের উপর বার্বেড ফেন্সিং এর পাশাপাশি লেজার সিকিউরিটি সিস্টেম প্রবর্তন।
টীম মেম্বার: মধুমতি ১০০ মেঃওঃ এইচএফও বিদ্যুৎ কেন্দ্র এর প্রকৌশলীবৃন্দ- মোঃ আরিক ইয়াসীর রুশদী, উপ-বিভাগীয় প্রকৌশলী; শেখ নাইম হোসেন, সহকারী প্রকৌশলী; সাজু মিয়া, উপ-সহকারী প্রকৌশলী; মাযহারুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী।
৩) বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যমান Air Inlet System আংশিক Modification করে ইঞ্জিন হলে পর্যাপ্ত বাতাস সরবরাহের মাধ্যমে ইঞ্জিন ঠান্ডা রাখা।
টীম মেম্বার: মধুমতি ১০০ মেঃওঃ এইচএফও বিদ্যুৎ কেন্দ্র এর প্রকৌশলীবৃন্দ- ইন্দ্রজিৎ কুমার চক্রবর্তী, উপ-বিভাগীয় প্রকৌশলী, মোঃ ফয়সাল হোসেন, সহকারী প্রকৌশলী; মোঃ মোজাম্মেল হক মুরাদ, উপ-সহকারী প্রকৌশলী; জনাব হৃদয় সাহা।
 
৪) Backwash cleaning দ্বারা বিদ্যুৎ কেন্দ্রের বিবিধ plate type heat exchanger সমূহের (e.g., ST Lube Oil Cooler, CCW Heat exchanger) non-demineralized water circuit এর online cleaning সম্পন্নকরণ।
টীম মেম্বার: খুলনা ২২৫ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র এর প্রকৌশলীবৃন্দ- মোঃ মনজুরুল হক পারভেজ, নির্বাহী প্রকৌশলী; ফয়সল আহমদ, উপ-বিভাগীয় প্রকৌশলী; মোঃ রাকিব হাসান সাগর, সহকারী প্রকৌশলী।
পুরস্কারপ্রাপ্ত টিমকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়া, ১ম স্থান অধিকারী আইডিয়ার টিমকে ৫০,০০০ হাজার টাকা; ২য় স্থান অধিকারী আইডিয়ার টিমকে ৩০,০০০ হাজার টাকা; ৩য় স্থান অধিকারী আইডিয়ার টিমকে ২০,০০০ হাজার টাকা এবং বিশেষ পুরস্কার প্রাপ্ত আইডিয়াগুলোর টিমকে ১০,০০০ টাকা করে প্রদান করা হয়।