খুলনা বিদ্যুৎ কেন্দ্রের নতুন Study Center, APP Software এবং Training Room উদ্বোধন
প্রকাশন তারিখ
: 2024-12-26
গত ২৬/১২/২০২৪ ইং তারিখে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ কাজী আবসার উদ্দীন আহমেদ খুলনা ২২৫ মেঃ ওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের নতুন Study Center, APP Software এবং Training Room উদ্বোধন করেন। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী পরিচালক (পিএন্ডডি) জনাব মোঃ হারুন অর রশিদ, মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) জনাব মোঃ মামুনুর রহমান মন্ডল এবং বিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।