Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ মার্চ ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইনোভেশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


প্রকাশন তারিখ : 2022-03-13

 

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌঃ এ. এম. খোরশেদুল আলম মহোদয় ১০ মার্চ ২০২২ তারিখে কোম্পানির বোর্ড রুম, কর্পোরেট অফিস, ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইনোভেশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। পুরস্কার প্রাপ্ত আইডিয়া ও টীমমেম্বারদের তালিকা নিম্নরূপ- 

 

1.      ১ম পুরস্কার: Remote Monitoring and Performance Analyzer of Power Plants (ReMPA) 

ReMPA বাস্তবায়নে কাজ করেছেন- জনাব মুহাম্মদ সাইফুদ্দীন আহসান (টীম লিডার) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পিএন্ডডি), কর্পোরেট অফিস; জনাব তানভীর আহমেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী, প্রধান প্রকৌশলীর দপ্তর, সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র; জনাব আহাম্মদ সিফাত, উপ-বিভাগীয় প্রকৌশলী (টেকসই জ্বালানি সেল), কর্পোরেট অফিস; জনাব এম. ইজাজ আহমাদ সাদি, উপ-বিভাগীয় প্রকৌশলী (পিএন্ডডি), কর্পোরেট অফিস; জনাব ওয়ালিউল বারী, উপ-ব্যবস্থাপক (আইসিটি), কর্পোরেট অফিস। 

 

2.      ২য় পুরস্কার: Water Treatment Plant Capacity Enhancement 

Water Treatment Plant Capacity Enhancement আইডিয়া বাস্তবায়নে কাজ করেছেন- জনাব কে এম এম রেসালাত রাজীব (টীম লিডার), তত্ত্বাবধায়ক প্রকৌশলী, খুলনা ২২৫ মেঃওঃ সিসিপিপি; জনাব আব্দুল্লাহ মুবিন চৌধুরী, উপ-বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক সংরক্ষণ বিভাগ), সিরাজগঞ্জ ২২৫ মেঃওঃ সিসিপিপি (৩য় ইউনিট); জনাব এম. সাব্বির হোসেন, উপ-ব্যবস্থাপক (কেমিক্যাল) (পরিচালন বিভাগ), খুলনা ২২৫ মেঃওঃ সিসিপিপি; জনাব আমিনুল ইসলাম, জুনিঃ সহঃ ব্যবস্থাপক (কেমিক্যাল) (পরিচালন বিভাগ), খুলনা ২২৫ মেঃওঃ সিসিপিপি। 

 

3.      ৩য় পুরস্কারঃ গ্যাস বুস্টার কম্প্রেসর কুলিং টাওয়ারে’র ওয়াটার এর পরিবর্তে ফিল্টার ওয়াটার ব্যবহারের মাধ্যমে কুলিং টাওয়ারের টিউবে স্কেল জমা হওয়ার পরিমাণ হ্রাসকরণ  

৩য় পুরস্কার প্রাপ্ত আইডিয়াটি বাস্তবায়নে কাজ করেছেন- জনাব আব্দুল্লাহ আল মামুন (টীম লিডার), উপ-বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক সংরক্ষণ বিভাগ) সিরাজগঞ্জ ২২৫ মেঃওঃ সিসিপিপি (১ম ইউনিট); জনাব মোঃ আব্দুল্লাহ হেল কাফি, উপ-ব্যবস্থাপক (কেমিক্যাল), সিরাজগঞ্জ ২২৫ মেঃওঃ সিসিপিপি (১ম ইউনিট)। 

 

এছাড়া, কিছু ইনোভেশন আইডিয়াকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। যথা-  

 

4.      Digitalized Knowledge Sharing and Learning through Incidents (বিশেষ পুরস্কার) 

আইডিয়াটি বাস্তবায়নে কাজ করেছেন- জনাব মোঃ মাহমুদুল হাসান (টীম লিডার), নির্বাহী প্রকৌশলী (পরিচালন), ভেড়ামারা ৪১০ মেঃওঃ সিসিপিপি; জনাব সন্দীপ কর্মকার, উপ-বিভাগীয় প্রকৌশলী (পরিচালন), খুলনা ২২৫ মেঃওঃ সিসিপিপি; জনাব রিয়াদ মেহেদী, সহকারী প্রকৌশলী (পরিচালন), খুলনা ২২৫ মেঃওঃ সিসিপিপি। 

 

5.      RMS (Regulating and Metering Station) Inlet Pressure কন্ট্রোল রুমের DCS (Distributed Control System) থেকে পর্যবেক্ষণ করার ব্যবস্থাকরণ (বিশেষ পুরস্কার) 

আইডিয়াটি বাস্তবায়নে কাজ করেছেন- জনাব মীর মাসুদ রানা (টীম লিডার), নির্বাহী প্রকৌশলী (পরিচালন), সিরাজগঞ্জ ২২৫ মেঃওঃ সিসিপিপি (৩য় ইউনিট); জনাব শিশির বর্ধন, সহকারী প্রকৌশলী (আইএন্ডসি), সিরাজগঞ্জ ২২৫ মেঃওঃ সিসিপিপি (৩য় ইউনিট); জনাব মোঃ মামুন উর রশিদ, উপ-সহকারী প্রকৌশলী (পরিচালন), সিরাজগঞ্জ ২২৫ মেঃওঃ সিসিপিপি (৩য় ইউনিট)। 

 

6.      Fault Notification and Permit to Work (বিশেষ পুরস্কার) 

আইডিয়াটি বাস্তবায়নে কাজ করেছেন- জনাব মোঃ রবিউল ইসলাম (টীম লিডার), নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক সংরক্ষণ বিভাগ), ভেড়ামারা ৪১০ মেঃওঃ সিসিপিপি; জনাব মাহমুদুল হাসান হাসিব, উপ-বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক সংরক্ষণ বিভাগ), ভেড়ামারা ৪১০ মেঃওঃ সিসিপিপি; জনাব হাসান মনির, উপ-বিভাগীয় প্রকৌশলী (আইএন্ডসি), ভেড়ামারা ৪১০ মেঃওঃ সিসিপিপি। 

 

7.      বর্জ্য ব্যবস্থাপনায় কম্পোস্ট সার (বিশেষ পুরস্কার) 

আইডিয়াটি বাস্তবায়নে কাজ করেছেন- জনাব মোঃ আশরাফুজ্জামান, উপ-ব্যবস্থাপক (ইএইচএস), ভেড়ামারা ৪১০ মেঃওঃ সিসিপিপি; জনাব সুলতান মাহমুদ, উপ-ব্যবস্থাপক (প্রশাসন), ভেড়ামারা ৪১০ মেঃওঃ সিসিপিপি। 

 

পুরস্কারপ্রাপ্ত টিমমেম্বারদের প্রত্যেককে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়া, ১ম স্থান অধিকারী আইডিয়ার টিমমেম্বারদের প্রত্যেককে ২৫,০০০ হাজার টাকা; ২য় স্থান অধিকারী আইডিয়ার টিমমেম্বারদের প্রত্যেককে ২০,০০০ হাজার টাকা৩য় স্থান অধিকারী আইডিয়ার টিমমেম্বারদের প্রত্যেককে ১৫,০০০ হাজার টাকা এবং বিশেষ পুরস্কার প্রাপ্ত আইডিয়াগুলোর টিমমেম্বারদের প্রত্যেককে ১০,০০০ টাকা করে প্রদান করা হয়।