Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd মার্চ ২০২২

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পায়রা বিদ্যুৎ কেন্দ্রের শুভ উদ্বোধন


প্রকাশন তারিখ : 2022-03-23

পায়রা ১৩২০ মেঃওঃ তাপ বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র হিসেবে দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে। ডিসেম্বর ২০২০-এ পায়রা ১৩২০ মেঃওঃ তাপ বিদ্যুৎ কেন্দ্র (১ম পর্যায়) উৎপাদনে আসে। এর মোট উৎপাদন ক্ষমতা ১৩২০ মেঃওঃ। নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট এন্ড এক্সপোর্ট কর্পোরেশন এর যৌথ উদ্যোগে এ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হয়েছে।  

গত ২১ মার্চ ২০২২ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন এবং এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। বাংলাদেশের সর্ব প্রথম আলট্রা সুপারক্রিটিকাল প্রযুক্তিতে তৈরি পায়রা ১৩২০ মেঃওঃ তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে দেশের বিদ্যুৎ খাতে সূচিত হল এক নতুন অধ্যায়ের। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিটি মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের মাইল-ফলক অর্জনের ঘোষণা দেন।