Wellcome to National Portal
  • 2024-08-12-04-57-c1d41b6a1b9b89b4bd7dbeed7329d5a7
  • 2024-08-08-10-13-f9c2c240f1355cc6e2c577b231e7189c
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জুলাই ২০২৪

জনাব মোঃ আব্দুস সামাদ, নির্বাহী পরিচালক (প্রকৌশল) এর বিদায় সম্বর্ধনা


প্রকাশন তারিখ : 2024-07-01

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর নির্বাহী পরিচালক (প্রকৌশল), জনাব মোঃ আব্দুস সামাদ মহোদয়, চাকুরি হতে অবসর গ্রহণ করেন। এ প্রেক্ষিতে তাঁকে কোম্পানির পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়। তাঁকে কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক, ফুল, ক্রেস্ট ও উপহার দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। উক্ত বিদায় অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী আবসার উদ্দীন আহমেদ এবং কোম্পানির প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এ. এম. খোরশেদুল আলম মহোদয়সহ কোম্পানির সকল শ্রেণীর কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

2024-07-01-05-15-f7a49831fb45a1d0610bcb2067c4ba0f2024-07-01-05-15-64f9e2eab176fd21457a1130f45c4dd2

2024-07-01-05-16-2b2b820f0b374098437cfda546f51d79

2024-07-01-05-17-3d0ef000746349ccc7d7b26c8c8d1b4f