১৯ মে ২০২৪ তারিখে বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ইনোভেশন শোকেসিং ২০২৪ এ নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ অংশ গ্রহণ করে। কোম্পানির পক্ষ থেকে তিনটি উদ্ভাবনী কার্যক্রম স্টলে উপস্থাপন করা হয়:
১) Facilitating an online Cooler Cleaning System (CIP)
২) স্মার্ট পাওয়ার প্ল্যান্ট
৩) Reverse Osmosis (RO) এর Logic Modification এর মাধ্যমে RO System এর Smooth Operation এর ব্যবস্থাকরণ।
উল্লিখিত উদ্ভাবনী কার্যক্রমসমূহ সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাধারণ দর্শনার্থীসহ স্টলে আগত অতিথিদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়।