Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd ফেব্রুয়ারি ২০২৪

রূপসা ৮০০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প

 

প্রকল্পের সার্বিক অগ্রগতিঃ

 

  • প্রকল্পের প্রধান প্রধান ইক্যুপমেন্টগুলো ইতোমধ্যে প্রকল্প এলাকায় পৌঁছেছে, যার মধ্যে গ্যাস টারবাইন জেনারেটিং সেট (২টি ইউনিট), স্টীম টারবাইন জেনারেটিং সেট (২টি ইউনিট), হিট রিকভারী স্টীম জেনারেটিং সেট (২টি ইউনিট), পাওয়ার ট্রান্সফরমার (৪টি), এয়ার কুলিং কনডেন্সার (ACC) (২টি ইউনিট), water treatment system, RMS এবং Sub-Station -এর মালামাল উল্লেখযোগ্য।
  • প্রথম ইউনিট-এর Erection কাজ প্রায় শেষ পর্যায়ে (৯৮% সম্পন্ন) রয়েছে।
  • ২য় ইউনিট-এর গ্যাস টারবাইনের Air control system এবং ACC এর Fan block installation এর কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে, GT-এর OTC System -এর Piping এবং Structure construction Work, HRSG -এর Piping Work এবং ACC -এর Welding Joints -এর Non-destructive Testing (PT) -এর কাজ চলমান রয়েছে।                     
  • BoP Area-তে Water Treatment System, HSD Tank, RMS এবং Fire Fighting Tank -এর Erection কাজ চলমান রয়েছে।
  • বিদ্যুৎ সঞ্চালন লাইনের Stringing এর কাজ চলমান। ইতোমধ্যে ১৮.৫ কি.মি. Stringing সম্পন্ন হয়েছে।
  • River Crossing টাওয়ারের সর্বমোট সাত (০৭) টি টাওয়ারের মধ্যে ছয় (০৬) টি টাওয়ারের Erection কাজ শেষ হয়েছে।
  • খুলনা South Sub-Station-এ Bay Extension-এর Foundation কাজ সম্পন্ন হয়েছে। GIS-এর equipment installation কাজ চলছে।

 

 

ভৌত অগ্রগতিঃ  ৭২.২৯%

আর্থিক অগ্রগতিঃ ৪৩.২৪%

 

উৎপাদন ক্ষমতা (মেঃওঃ): ৮৮০

বাণিজ্যিক উৎপাদনের তারিখ: ১ম ইউনিটঃ সেপ্টেম্বর ২০২৪; ২য় ইউনিটঃ মার্চ ২০২৫

জ্বালানী: প্রাকৃতিক গ্যাস/(এলএনজি)

 

প্রকল্পের সর্বশেষ হালনাগাদঃ  জানুয়ারী, ২০২৪ পর্যন্ত।